রবিবার সকালে বিদ্যুৎ বিভ্রাটে(Electricity Problem) বিঘ্নিত হল কলকাতার মেট্রো পরিষেবা(Metro Rail)। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এর প্রায় এক ঘণ্টা পর ফের চালু হয় মেট্রো।
জানা গেছে, কবি সুভাষ মেট্রো স্টেশন(Kavi Subhas Metro Station) থেকে সকাল ৯টার প্রথম মেট্রো রওনা হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও তা চালু করা যায়নি। পরে জানা যায়, লাইনে বিদ্যুৎ(Electricity problem) না থাকাতেই এই বিপত্তি। মেট্রোর থার্ড লাইনে চার্জ না হওয়ায় পরিষেবায় বিঘ্ন ঘটে। পরে যাত্রীদের টাকাও ফেরত দিয়ে দেওয়া হয়। লাইনে চার্জ না থাকায় দক্ষিণেশ্বর(Dakshineswar) থেকে মেট্রো চলাচলে(Metro Service) কিছুটা সমস্যা হয়। ময়দান(Maidan) পর্যন্ত আসার পর সেখান থেকে ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছিল। এতে দু’দিকের যাত্রীরাই সমস্যায় পড়েন।
আরও পড়ুন- IMA Election : তৃণমূলের দুই গোষ্ঠীর হাতাহাতিতে উত্তপ্ত আইএমএ-র নির্বাচন
পরে ৪৬ মিনিট পর স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা(Metro Rail Service)। ৯টার মেট্রো রওনা হয় ৯টা ৪৮ মিনিটে। যদিও কীভাবে গোলমাল হল বিদ্যুতের লাইনে, তা স্পষ্ট করে জানায়নি মেট্রো কর্তৃপক্ষ।