বিধানসভা চত্বরে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ উঠেছে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে। আর এবার সেকারণে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন বিধানসভার সচিব সুকুমার রায়। এর প্রতিক্রিয়া দিতে গিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আদালতেই অভিযোগের জবাব দেওয়া হবে।
বুধবার বিধানসভা চত্বরে ধর্না কর্মসূচি চালাচ্ছিলেন শাসক দলের বিধায়করা। অভিযোগ, সেসময় জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন বিজেপি বিধায়করা। যে সময় ঘটনাটি ঘটে তখন উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী।
জাতীয় সঙ্গীত অবমাননার বিষয়ে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। এমনকি প্রশাসনিক স্তরেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।