আপাতত তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর করা যাবে না। রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের করা প্রতিটি এফআইআরের উপর বৃহস্পতিবার স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্ট। এদিন রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হওয়া ২৬টি এফআইআর নিয়ে শুনানি হয় কলকাতা হাই কোর্টে। ওই শুনানিতে এই স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থার।
গত কয়েকদিন আগে তাঁর বিরুদ্ধে দায়ের করা এফআইআর নিয়ে আদালতের দারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি ছিল, হয় এই এফআইআর খারিজ করা হোক, না-হলে এর বিরুদ্ধে সিবিআই তদন্ত হোক। এই মামলার শুনানিতে এদিন আদালতের পর্যবেক্ষণ, শুভেন্দু রাজ্যের বিরোধী দলনেতা। তিনি মানুষের ভোটে নির্বাচিত। পুলিশ নিজে অথবা অন্য কারও নির্দেশে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে জনগণের প্রতি বিরোধী দলনেতার কর্তব্য স্তব্ধ করার চেষ্টা করছে।
বস্তুত, শুভেন্দুকে রক্ষাকবচ দিয়েছিল আদালত। তার পরেও কী ভাবে এত এফআইআর তাঁর বিরুদ্ধে দায়ের হয়, সে বিষয়ে বিস্মিত বিচারপতি মান্থার। রাজ্যের কাছেও হলফনামা তলব করেছে আদালত। ৬ সপ্তাহের মধ্যে সেই হলফনামা জমা দিতে হবে। তার পর আদালত সিদ্ধান্ত নেবে, অন্য কোনও সংস্থার হাতে এই মামলাগুলির তদন্তের ভার দেওয়া হবে কি না।