বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং ডাময়ন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ। এই অভিযোগে ফের পুলিশে অভিযোগ দায়ের করা হয় ইউটিউবার রোদ্দুর রায়ের বিরুদ্ধে। চিৎপুর থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। পুলিশ সূত্রে খবর তৃণমূলের তরফে ঋজু দত্ত রোদ্দুরের বিরুদ্ধে অভিযোগ করেন। শুধু এফআইআর নয়, রোদ্দুরের কড়া শাস্তির দাবিও করা হয়েছে।
কিন্তু কেন হল রোদ্দুরের বিরুদ্ধে এফআইআর ? তৃণমূল নেতা ঋজু দত্তের অভিযোগ, গত কয়েকদিন ধরে লাগাতার সোশাল মিডিয়ায় বাংলার মুখ্যমন্ত্রী ও তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কটূ মন্তব্য করছিলেন রোদ্দুর। একইসঙ্গে অভিযোগ বেলাগাম হয়ে আক্রমণ করা হয়েছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও কলকাতার পুলিশ কমিশনারকেও।
এটা প্রথম নয়, এর আগেও একাধিক বার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগে এই ইউটিউবারের বিরুদ্ধে লালবাজার-সহ কলকাতার একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে। এবারের অভিযোগ পত্রে সে কথার উল্লেখ করা হয়েছে। তাই চিৎপুর থানায় রোদ্দুরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে আর্জি জানানো হয়েছে।