গড়িয়াহাটের বহুতল আবাসনে আগুন। স্থানীয় সূত্রে খবর, দমকলের ৪টি ইঞ্জিন বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। বিকেল সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে খবর, গড়িয়াহাটের ম্যান্ডেভিলা গার্ডেন এলাকায় একটি গয়নার দোকানের পাশে বহুতলে আগুন লাগে। ধোঁয়া বের হতে দেখে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কী কারণে এই আগুন, তা জানা যায়নি।
গড়িয়াহাটের মতো ব্যস্ত এলাকায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঠিক কীভাবে এই আবাসনে আগুন লেগেছে, তা জানা যায়নি।