শিয়ালদা স্টেশনের কাছে বহুতল একটি বাজারে রাত পৌনে ৯টা নাগাদ আগুন লাগে। জগৎ সিনেমার কাছে ওই বহুতলের বিধ্বংসী আগুন দেখে চাঞ্চল্য ছড়ায় নিমেষে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে। ঘটনাস্থলে তড়িঘড়ি এসে পৌঁছোয় দমকলের ৪টি ইঞ্জিন। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার থেকে এই ব্লাস্ট হতে পারে। কী কারণে অগ্নিকাণ্ড তা সম্পর্কে এখনও কিছুই স্পষ্ট করে জানায়নি দমকল।