মধ্য কলকাতায় চার তলা বাড়িতে আগুন (Fire in Kolkata)। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন, চলছে উদ্ধার কাজ। বাড়ি থেকে বাসিন্দাদের বের করে আনা হয়েছে। কী কারণে এই আগুন লেগেছে, খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে ডালহৌসির (Dalhousie) ৩ নম্বর ম্যাঙ্গো লেনের একটি বাড়িতে আগুন লেগেছে। ওই বাড়িতে লোকজন বাস করেন। পাশাপাশি ওই বাড়িটি বাণিজ্যিক কাজেও ব্যবহৃত হয়। রবিবার রাতে বাড়ির সিঁড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়েই দমকলবাহিনী পৌঁছয়। শুরু হয় উদ্ধারকাজ।
আরও পড়ুন: ভরদুপুরে লেকটাউনে ভয়াবহ দুর্ঘটনা, পর পর দুটি গাড়িতে ধাক্কা BSF ভ্যানের, আহত ৮
দমকলবাহিনীর প্রাথমিক অনুমান, আপাতত, বাড়িতে কেউ আটকে নেই। শট সার্কিট থেকেই আগুন লেগেছে। আসল কারণ খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।