নাটক চলাকালীন বাগবাজারের গিরিশ মঞ্চে আগুন। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ৩ ইঞ্জিন। আগুন খুব বেশি ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে এসে গিয়েছে। জানা গিয়েছে, মঞ্চের একটি দরজায় আগুন লেগে যায়। মঞ্চের কর্মীরাই প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আতঙ্ক ছড়িয়ে পড়ে কলাকুশলী ও দর্শকদের মধ্যে। জানা গিয়ে সেই সময় গিরিশ মঞ্চে দর্শকাসনে উপস্থিত ছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি বিশ্বজিৎ বসু। তড়িঘড়ি তাঁদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
দমকল সূত্রে খবর, বুধবার সন্ধে ৬টা ৫ নাগাদ আচমকাই গিরিশ মঞ্চের একটি দিকে আগুন লেগে যায়। সেখানে তখন সুমন মুখোপাধ্যায়ের নির্দেশনায় একটি নাটক চলছিল। হঠাৎ ধোঁয়া ও আগুন দেখে আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন দর্শকরা। কলাকুশলীদেরও সরিয়ে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান মঞ্চ কর্তৃপক্ষ।
নাটক দেখতে এসে আগুন লেগে যাওয়ায়, রাস্তায় ভিড় জমে যায়। দর্শকরা আতঙ্কিত হয়ে পড়েন। গিরিশ মঞ্চে 'চেতনা'র ৫০ বছর উপলক্ষে নাট্য উৎসব চলছিল। বুধবার এর শেষ দিন ছিল। দমকলের সবুজ সংকেত পাওয়ার পর সন্ধে ৭টা ১৫ নাগাদ ফের মঞ্চের দরজা খুলে দেওয়া হয়। নাটকও শুরু হয়।