তৃণমূল নেত্রীর(TMC Chief) বিশ্বাসের মর্যাদা জীবন দিয়ে হলেও রাখবেন বলে জানালেন কলকাতা কর্পোরেশনের নতুন মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)। মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) কলকাতার মেয়র হিসেবে আরও একবার তাঁর ওপরই আস্থা রেখেছেন। মহারাষ্ট্র নিবাসে পুরবোর্ড গঠনের বৈঠকে তাঁর নাম প্রস্তাব করেন সুব্রত বক্সী(Subrata Bakshi)।
ফিরহাদ হাকিম(Firhad Hakim) জানান, তৃণমূলের(TMC) ম্যানিফেস্টোতে যেসব পরিকল্পনা রূপায়নের কথা বলা হয়েছে, তা অক্ষরে অক্ষরে মেনে চলবেন তিনি। কলকাতাতে নিয়ে তৃণমূল(TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়িত করাই এখন তাঁর জীবনের একমাত্র লক্ষ্য বলেও জানিয়েছেন কলকাতার নতুন মেয়র(Mayor)। তিনি দলের একজন সাধারণ কর্মী হিসেবে নেত্রীর স্বপ্নকে বাস্তবায়িত করবেন বলেও জানান ফিরহাদ।
আরও পড়ুন- Mamata Banerjee: জয়ী নির্দল প্রার্থীদের এখনই তৃণমূলে ঠাঁই নয়, দলীয় বৈঠকে স্পষ্ট বার্তা মমতার
তবে মেয়র(Mayor) হয়ে প্রথমেই কোন কাজ করতে চান, এই প্রশ্ন এড়িয়ে যান ফিরহাদ(Fiahad Hakim)। তিনি জানান শপথ নেওয়ার পর পুরসভায় বসেই যাবতীয় পরিকল্পনা ঠিক করবেন তিনি এবং তাঁর কাউন্সিলররা।