আহত বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের সঙ্গে দেখা করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে আহত হন বিজেপি কাউন্সিলর। মাথা ফেটে যায় তাঁর।
কলকাতা পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত। রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকলেও তাঁকে মীনাদি বলেই ডাকেন ফিরহাদ। বুধবার তাঁকে দেখতে বিশুদ্ধানন্দ হাসপাতালে যান ফিরহাদ। বেডের পাশে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথাও বলেন তিনি। খোঁজ নেন শারীরিক অবস্থারও।
এদিন হাসপাতাল থেকে বেরিয়ে কোনও রাজনৈতিক কথা বলেননি ফিরহাদ। তিনি বলেন,' আমাদের পুরনিগমের উনি অনেক পুরনো সদস্য। ডেপুটি মেয়রও ছিলেন। ওনার সঙ্গে প্রায় ২৫ বছর এখানে আছি। ওনার দ্রুত সুস্থতা কামনা করতেই এখানে এসেছি। ওনার মাথায় চোট রয়েছে। সিটি স্ক্যান হবে। ভালো হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে বলেছি। আমি মুখ্যমন্ত্রীকেও বলেছি। উনিও মীনাদির আরোগ্য কামনা করেছেন।'