ডেঙ্গিতে (Dengue) আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মৃত্যু এক স্কুল ছাত্রের। হাসপাতালে ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ ডেঙ্গি। রাজ্যের স্বাস্থ্য দফতরও জানিয়েছে, কলকাতা পুর এলাকায় এটিই ডেঙ্গিতে আক্রান্ত প্রথম মৃত্যু। যদিও বৃহস্পতিবার রাত পর্যন্ত ডেঙ্গির কথা জানাতে পারেনি পুরসভা (KMC)।
জানা গিয়েছে মৃতের নাম বিশাখ মুখোপাধ্যায়। বয়স ১২। কালীঘাটের মহিম হালদার স্ট্রিটে থাকত সে। যা কলকাতা পুরসভার ৮৩ নম্বর ওয়ার্ড। বাবা বিশ্বরূপ মুখোপাধ্যায় জানান, গত শুক্রবার বিশাখের জ্বর আসে। রবিবার কমলেও সোমবার ফের জ্বর আসে তার। স্থানীয় চিকিৎসককে দেখানো হয়। ডেঙ্গি পরীক্ষাও হয়। মঙ্গলবার বিকেলে নেতিয়ে পড়ায় রাতে আনন্দপুরের বেসরকারি হাসপাতেল ভর্তি করা হয় তাকে।
আরও পড়ুন: জাঠায় বিকল্প জাতীয় শিক্ষানীতি আনাই লক্ষ্য এসএফআইয়ের
ডেঙ্গি পরিস্থিতি নিয়ে শুক্রবার স্বাস্থ্য, সেচ ও পুর ও নগরোন্নয়ন দফতর ও সব জেলাশাসকের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।