পুজোর মুখে রাজ্যে আপাতত বাড়ছে না বিলিতি মদের (Foreign Liquor) নাম। গত সপ্তাহে জানা গিয়েছিল, বৃহস্পতিবার থেকেই রাজ্যে বিলিতি মদের দাম বাড়তে পারে। রাম, হুইস্কি, ভদকা, জিন- সব বিলিতি মদেই দাম বাড়বে বলে জানা যায়। রাজ্য আবগারি দফতর সূত্রে খবর, পুজোর আগে মদের দাম বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। পুজো মিটলে বাড়বে দাম।
গত বছর বিলিতি মদের দাম অনেকটাই কমে রাজ্যে। ২০২১ সালে ১৬ নভেম্বর থেকে ভারতে তৈরি বিলিতি মদের দাম কমানো হয়। সেই দাম ১৫ সেপ্টেম্বর থেকে বাড়বে বলে জানা গিয়েছে। কিন্তু আচমকা পুজোর আগে দাম বাড়ালে ব্যবসার ক্ষতির আশঙ্কা আছে।এছাড়া আবগারি দফতর জানিয়েছে, পুরনো স্টক শেষ না হওয়া পর্যন্ত, এই সিদ্ধান্ত কার্যকর করতে গেলে সমস্যা বাড়বে। চাই আপাতত এই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। পুজো মিটলে অক্টোবরের মাঝামাঝি দামবৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করবে রাজ্যের আবগারি দফতর।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে মদ উৎপাদনকারীরা দাম বাড়ানোর দাবি তুলেছিলেন। কিন্তু বাজার পড়ে যায়, তাতে অনুমতি দেয়নি আবগারি দফতর। এবার সেই স্বাধীনতা দেওয়া হয়েছিল। রাজ্যের সুরা উৎপাদনকারীরা কতটা দাম বাড়াবে, তা জানাতে বলা হয়েছিল। সেই অনুযায়ী, দাম বাড়াবে রাজ্য আবগারি দফতর।