ভাড়া নিয়ে বচসার জেরে কন্ডাক্টরকে (Bus Conductor) মারধর চার অফিসযাত্রীর (Daily Passengers)।হাওড়া থেকে গড়িয়া (Howrah-Garia) যাওয়ার বাসে শনিবার সকালে এই ঘটনাটি হয়। বিবাদী বাগের সামনে রাস্তা আটকে বিক্ষোভ অভিযুক্ত অফিসযাত্রীদের। অভিযোগ, ভেঙে ফেলা হয় টিকিট কাটার মেশিনও। ঘটনাস্থলে এসে সরকারি বাস S-5-এর কন্ডাক্টর, ড্রাইভার সহ ৪ যুবককে থানায় নিয়ে যায় পুলিশ।
জানা গেছে, সকাল নটা চলন্ত বাসে এই বচসা শুরু হয়। সহযাত্রীরা বারণ করলেও তাদের গালিগালাজ করে ৪ যুবক। রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে ওই যুবকরা। বাইরে থেকে ছেলে ডেকে এনে বাস ভাঙার পরিকল্পনা করছিল বলেও অভিযোগ তাদের বিরুদ্ধে।
আরও পড়ুন: করোনা আবহে ভক্তদের গর্ভগৃহে প্রবেশে নিষেধাজ্ঞা জারি কালীঘাট মন্দিরে
ঘটনাস্থলে পুলিশ এসে বাসটি আটক করে। কন্ডাক্টর, ড্রাইভার সহ চার যুবককে থানায় নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।