একজন ভুয়ো চিকিৎসক, আরেকজন ভুয়ো কম্পাউন্ডার (fraud doctor and compounder)। দিব্যি পসার জমিয়ে ফেলেছিলেন। রবিবার দুজনকেই গ্রেফতার (arrest) করল পুলিশ। ঠিক যেন বাস্তবের সোনার কেল্লা। একজন ভবানন্দ, অন্যজন তার সাগরেদ।
সাদার্ন অ্যাভিনিউয়ের বাসিন্দা চিকিৎসক অভিষেক নাহা রবীন্দ্র সরোবর থানায় একটি অভিযোগ করেন গত মাসে। অভিযোগ, তাঁর নাম ব্যবহার করে দিনের পর দিন রোগীদের বোকা বানানো হচ্ছে।
তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার ভোর রাতে বিধাননগর থেকে ভুয়ো চিকিৎসক শুভ নাথ (Shubha nath) ও বাঁশদ্রোণী থেকে ভুয়ো কোম্পাউন্ডার রাজীব সরকারকে (Rajeeb Sarkar) গ্রেফতার করেছে পুলিশ। আজই আদালতে তোলা হবে দু'জনকেই।
অভিযোগকারী চিকিৎসক অ্যানাস্থেশিয়া বিশেষজ্ঞ। আর অভিযুক্ত শুভ নাথ নিজেকে চর্ম রোগ বিশেষজ্ঞ বলে পরিচয় দিতেন। ৩০০-৩৫০ টাকা ফি নিয়ে রোগী দেখতেন অভিযুক্তরা। চেম্বার খুলেছিলেন একাধিক জেলায়।
ডায়মন্ডহারবারের কোনও একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে রেজিস্ট্রেশন সংগ্রহ করে তাঁরা।
ভুয়ো কোম্পাউন্ডার পেশায় মেডিকেল রিপ্রেসেন্টেটিভ