সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো ছুটতেই একধাক্কায় ১০ গুণ যাত্রী বাড়ল। এমনটাই দাবি মেট্রো রেলের। মেট্রোর দাবি, এরফলে ক্ষতির বোঝা খানিকটা কমতে পারে। কারণ, পুরো রুট চালু হলে যাত্রী পরিষেবার আরও উন্নতি হবে। বৃহস্পতিবার থেকে চালু হয়ে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো।
সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত এতদিন কমবেশি তিন থেকে সাড়ে তিন হাজার যাত্রী যাতায়াত করতেন। বুধবারও সেই সংখ্যাটা ছিল তিন হাজারের কিছু বেশি। কিন্তু বৃহস্পতিবার প্রথম দিনেই সেক্টর ফাইভ থেকে শিয়ালদহে সারাদিন যাত্রী সংখ্যা ৩১ হাজারের বেশি। ওই দিন মেট্রোর আয় হয়েছে প্রায় আট লক্ষ টাকা।
আরও পড়ুন : মেট্রোর কাজের জন্য শিয়ালদহ-বজবজ শাখায় লোকাল ট্রেন পরিবেষা ব্যাহত হবে
ইস্ট-ওয়েস্ট মেট্রোর দাবি, এখনও পর্যন্ত আয়ের তুলনায় ব্যয় বেশি। তাদের আশা শিয়ালদহ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হওয়ায় ক্ষতির বোঝা ধীরে ধীরে কমবে। কারণ, রবিবার বাদে প্রতিদিন এই রুটে চলবে ১০০টি ট্রেন।