সদ্য চন্দ্র জয় করেছে ভারত। এবার গণেশ পুজোর থিমে চন্দ্রযান ৩। সল্টলেকের বিবি ব্লকে গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) মহোৎসবের আয়োজতি পুজো মণ্ডপে চন্দ্রযানে বসে রয়েছেন গণপতি বাপ্পা। দূর থেকে দেখলে মনে হবে চন্দ্রপৃষ্ঠেই পুজো হচ্ছে গণেশের। এছাড়া প্রতি ৩০ মিনিট অন্তর একটি ভয়েস ওভার চলবে মণ্ডপে। রকেটের পিছন থেকে ধোঁয়াও বেরবে আরও বাস্তবিক রূপ দিতে। এই থিমের নাম দেওয়া হয়েছে ‘ পাড়ি দিতে পারি’।
ইসরোর টিমকে শ্রদ্ধা জানিয়ে এই থিম ভাবা হয়েছে বলে জানিয়েছেন পুজো কমিটির সভাপতি অনিন্দ্য চট্টোপাধ্যায়। ১৪ বছর ধরে গণেশপুজোর আয়োজন করে আসছে এই কমিটি।
Shantiniketan: UNESCO-এর হেরিটেজ তালিকায় শান্তিনিকেতন, আন্তর্জাতিক স্বীকৃতি পেল বিশ্বভারতী
এছাড়াও, এবার কলকাতার এক ক্লাবের দুর্গাপুজোর থিম (Durga Puja 2023) । ক্লাবের নাম আমহার্স্ট স্ট্রিটের পল্লীর যুবক বৃন্দের পুজো । এবার ৬২ তম বর্ষে পদার্পণ করেছে এই ক্লাবের পুজো ।