কসবার হিন্দু মহাসভার দুর্গাপুজো নিয়ে কড়া প্রতিক্রিয়া শাসকদল তৃণমূলের। কড়া মনোভাব জানিয়েছে রাজ্য বিজেপিও। যদিও বিজেপিকেই কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত, বলে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
দুর্গাপুজোর সপ্তমীর সন্ধ্যে থেকেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল হতে শুরু করে রুবি মোড়ের হিন্দু মহাসভার একটি পুজোর ছবি। যেখানে দেখা গিয়েছে গান্ধীজীর আদলে তৈরি করা হয়েছে মহিষাসুর। যা নিয়ে নিন্দার ঝড় ওঠে সব মহলে। দায়ের করা হয় এফ আই আর। এই পুজো নিয়ে শুরু হয় বিতর্ক।
সোমবার এই প্রসঙ্গে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই ঘটনার তীব্র নিন্দা করে তিনি জানিয়েছেন, গান্ধীজি ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন। তাঁকে অসুর রূপে দেখানো হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা। এর বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপ নেওয়ার দাবিও করেন তিনি।
যদিও বিজেপির এই দাবিকে একেবারেই গুরুত্ব দেননি তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। তিনি জানিয়েছেন, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। অবিলম্বে পদক্ষেও করা উচিত। কিন্তু বিজেপির এই গ্রেফতারির দাবি আদতে বিজেপির মুখোশ। হিন্দু মহাসভা আদি বিজেপি। সেই কারণেই শুভেন্দুরা দলবদলু বিজেপি বলে ওদের সহ্য করতে পারছে না। কিন্তু বিজেপির আদর্শের জায়গা এক। বিজেপি নিজেই গডসের পুজো করে। সেক্ষেত্রে রাজ্য বিজেপির এই গ্রেফতারের দাবি নিতান্তই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা।