মহাত্মা গান্ধীর আদলে অসুর। কসবার হিন্দু মহাসভার দুর্গাপুজো ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। দায়ের হয়েছে FIR। পুজো নিয়ে মন্তব্য করলেন পুজোর প্রধান উদ্যোক্তা চন্দ্রচূড় গোস্বামী। জানালেন, এটা নিছকই কাকতালীয়। তাঁর মতে, মহাত্মা গান্ধীকে 'অসুর' হিসেবে দেখানো হয়নি। তবে গোটা বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরাও।
রুবিতে অখিল ভারতীয় হিন্দু মহাসভা এবার প্রথম দুর্গাপুজো আয়োজন করে। রাজ্য হিন্দুসভার সভাপতি চন্দ্রচূড় গোস্বামী বলেন, "ফটো ভাইরাল হওয়ার পর তা পুলিশ প্যান্ডেলে এসেছিল। মূর্তির মুখ পরিবর্তন করা হয়েছে।"
এই ঘটনার নিন্দা করেছেন বাম নেতা নীলোৎপল বসু। তিনি ফেসবুকে প্রতিবাদ জানিয়ে লিখেছেন, 'ব্যাপকতম প্রতিবাদ আর প্রতিরোধে এই অপরাধী ও তাদের সমর্থকদের বিচ্ছিন্ন করতে হবে।' তীব্র প্রতিবাদ করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। তিনি বলেন, "স্বাধীনতা সংগ্রামে গান্ধীজির ভূমিকা অনস্বীকার্য। হিন্দুত্ববাদী নেতাদের হাতে নিহত হয়েছিলেন। এখন প্রতিদিন তাঁর ভাবাদর্শকে খুন করা হচ্ছে।"
প্রতিবাদ করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। তিনি বলেন, এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছেন, তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিত। ঘটনা অবাক তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি জানান, এমন ঘটনা ভাবাই যায় না।