দুর্গাপুজোয় মহিষাসুরের আদলে গান্ধীজি। সেই মূর্তিকে নিধন করছে মা দুর্গা। কসবার একটি মণ্ডপে এই মূর্তি নিয়েই চরম বিতর্ক তৈরি হয়েছে। গান্ধী জয়ন্তীর দিন এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নিন্দার ঝড় ওঠে সব মহলে। পুলিশে বেশ কয়েকটি FIR-ও দায়ের করা হয়েছে। সপ্তমীর রাতে অসুরের মূর্তির আদলে কিছু পরিবর্তন করতে বাধ্য হয়েছেন উদ্যোক্তারা।
দুর্গাপুজোর মতো মঞ্চে কীভাবে এই ঘটনা ঘটল! কীভাবে প্রশাসনের অনুমতি পেল এই পুজো, তা নিয়ে প্রশ্ন উঠছে। কসবার রুবি মোড়ে এবারই প্রথম এই দুর্গাপুজো শুরু হয়েছে। উদ্যোক্তাদের দাবি, এটি হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গ শাখার পুজো। পুজোর মণ্ডপেও আছে নাথুরাম গডসের ছবি। কিন্তু দুর্গাপ্রতিমায় অসুরের আদলে গান্ধীজি। যা মেনে নিতে পারছেন না অনেকেই। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
অভিযোগ দায়ের হওয়ার পরই নড়েচড়ে বসে প্রশাসন। জানা গিয়েছে, সপ্তমীর রাতে ওই মূর্তির আদল একটু পাল্টে দেওয়া হয়। অসুরের মূর্তিতে গোঁফ বসানো হয়। মাথায় চুল লাগানো হয়। যাতে কোনও মতেই মহাত্মা গান্ধীর মতো না লাগে। কিন্তু তাতেও বিতর্ক থামতে চাইছে না।