স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ হচ্ছে গড়িয়াহাট উড়ালপুল (Gariahat Flyover Close)। আগামীকাল, শুক্রবার রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। এই সময়পর্বে গড়িয়াহাট উড়ালপুলের ভারবহন ক্ষমতা পরীক্ষা করবে হুগলি রিভার ব্রিজ কমিশন (Hooghly River Bridge Commission)। উড়ালপুল বন্ধ (Flyover Close) থাকার ফলে প্রভাব পড়বে যানবাহন চলাচলে।
এই ক'দিন কোন পথে চলবে যানবাহন?
উত্তর ও দক্ষিণমুখী গাড়িগুলি গড়িয়াহাট উড়ালপুলের পরিবর্তে দেশপ্রিয় পার্ক ক্রসিং থেকে শরৎ বোস রোড, সাদার্ন অ্যাভিনিউ, গোলপার্ক হয়ে যাতায়াত করবে।
গড়িয়াহাট উড়ালপুলের পরিবর্তে সুইনহো স্ট্রিট, কর্নফিল্ড রোড, রাসবিহারী অ্যাভিনিউ, বিজন সেতু হয়ে যাতায়াত করবে মিনিবাস।
৮০ বি, ২৩৪, ৩৭ এ, ১৩ সি/১, এসি ৫ বাস দেশপ্রিয় পার্ক থেকে ডানদিকে ঘুরে শরৎ বোস রোড ধরবে।
পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে জানানো হয়েছে, গড়িয়াহাট উড়ালপুল বন্ধ থাকার সময় গাড়ি, বাসগুলিকে অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে। উত্তর ও দক্ষিণ দিক থেকে আসা গাড়িগুলিকে এই সময় উড়ালপুলে উঠতে দেওয়া হবে না। এর পরিবর্তে গড়িয়াহাট রোড দিয়ে যাতায়াত করবে গাড়িগুলি। উড়ালপুল বন্ধের ফলে গোলপার্ক(Golpark), গড়িয়াহাট(Gariahat) চত্বরে তীব্র যানজটের আশঙ্কা থেকেই যাচ্ছে।