Sandhya Mukherjee : ‘অভিমানে’ পদ্মশ্রী সম্মান প্রত‍্যাখান করলেন গীতশ্রী সন্ধ‍্যা মুখোপাধ‍্যায়

Updated : Jan 25, 2022 21:22
|
Editorji News Desk

তিনি গান শিখেছিলেন উস্তাদ গুলাম আলি খানের কাছে। তাঁর তামিল হয়েছিল উস্তাদ আমির খানের কাছে। ভারতীয় সংগীতে তিনি এমন একজন শিল্পী, যিনি অসংখ‍্যক বাণিজ‍্যিক গান যেমন গেয়েছেন, তেমনই মার্গ সংগীতেও রয়েছে তাঁর অবাধ বিচরণ। তিনি বাংলার গীতশ্রী সন্ধ‍্যা মুখোপাধ‍্যায় (Geetashree Sandhya Mukhopadhyay)। মঙ্গল সন্ধ‍্যায় এক ফোনেই তিনি ফিরিয়ে দিলেন পদ্মশ্রী (Padmashri Awards) সম্মান। 

ঠিক কী হয়েছিল ? যে কারণে নবতিপর এই সংগীত শিল্পী নিতে চাইলেন না পদ্মশ্রী সম্মান। কলকাতা থেকে প্রকাশিত দুটি প্রথম সারির দৈনিকের দাবি, যে ভঙ্গিতে দিল্লি থেকে ফোন করে পদ্মশ্রী সম্মান দিতে চাওয়া হয়েছিল, সেই ঘটনায় অপমানিত সন্ধ‍্যা মুখোপাধ‍্যায়। আর সেই কারণেই মোদী সরকারের (BJP Govt) এই সম্মান তিনি প্রত‍্যাখান করেছেন বলেই ওই দুই দৈনিকের দাবি। 

জানা গিয়েছে, এদিন শিল্পীকে দিল্লি থেকে ফোন করা হয়। জানতে চাওয়া হয় তিনি পদ্মশ্রী সম্মান নেবেন কীনা। দিল্লির সচিবালয়ের এই প্রশ্নেই অপমানিত বোধ করে বাংলা সংগীত জগতের মহীরুহ। পাল্টা তিনি জানিয়ে দেন, তাঁর পদ্মশ্রীর কোনও প্রয়োজন নেই। কারণ তাঁর কাছে শ্রোতারাই সব। যাঁরা আজও তাঁকে মনে রেখেছেন। হয়ত চিরজীবন মনে রাখবেন। 

আরও পড়ুন: 'এই দল কোনও কথা রাখেনি', বিজেপি ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত

গত কয়েকদিন ধরেই অসুস্থ সন্ধ‍্যা মুখোপাধ‍্যায়। কেন্দ্রের এই প্রস্তাবে তিনি হতাশ এবং অভিমানী। তিনি বলেন, "এ ভাবে কেউ পদ্মশ্রী দেয় ? এরা জানেনা আমি কে! নব্বই বছরে আমায় শেষে পদ্মশ্রী নিতে হবে? আর এই ফোন করে বললেই চলে যাবো আমি? শিল্পীদের কোনও সম্মান নেই আর"।

একইসঙ্গে যোগ করেন, বাংলার মানুষ হয়তো বুঝতে পারবেন কোন যন্ত্রণা থেকে পদ্ম সম্মান ফিরিয়ে দিলেন তিনি। কারণ, কারণ তিনি মনে করেন, এই খেতাবের তাঁর প্রয়োজন নেই। বাংলার মানুষের ভালবাসা তাঁর কাছে যথেষ্ট। 

Modi GovernmentPadma Shri awardSinger

Recommended For You

editorji | কলকাতা

Kolkata Book Fair: ময়দানের স্মৃতি ফিরছে সেন্ট্রাল পার্কে, খোলা আকাশের তলায় বইমেলা, ধুতি-শাড়িতে ম্যাসকট!

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি