লক্ষ্মীবারে স্বস্তি মধ্যবিত্তের। বৃহস্পতিবার কলকাতায় দাম কমল সোনার। রুপোর দাম একই আছে।
কলকাতায় ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৫৫০৫ টাকা। ৮ গ্রামের দাম ৪৪০৪০ টাকা। ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৫৫০৫০ টাকা। কলকাতায় ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৬০০৫ টাকা। ৮ গ্রাম সোনার দাম ৪৮০৪০ টাকা। ১০ গ্রামের দাম ৬০০৫০ টাকা। রুপোর দাম এই আছে। ১ কেজি রুপোর দাম ৭৪ হাজার টাকা।
আরও পড়ুন: বঙ্গে বর্ষার ভরসা! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সামনেই বিয়ের মরশুম শুরু হবে। তার আগে সোনার দাম কম থাকায় স্বস্তি পাবেন ক্রেতারা। তবে ফের বাড়তে পারে সোনার দাম। আন্তর্জাতিক বাজারের দামের ভিত্তিতে সোনা ও রুপোর দর বাড়ে অথবা কমে।