বড়বাজার থেকে উদ্ধার কোটি টাকার সোনা এবং থোক নগদ টাকা। বড়বাজারের রাজাকাটরায় দু’টি জায়গায় অভিযান চালান ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্সের (DRI) অফিসারেরা। বাজেয়াপ্ত করা হয় নগদ ৫৪ লক্ষ ৮৯ হাজার ২০০ টাকা এবং কোটি টাকার সোনা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ছয় জনকে। ব্যাঙ্কশাল আদালত ধৃতদের ২৬ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে।
Mamata Banerjee : শান্তি-সম্প্রীতি-সৌহার্দের কামনা, নতুন বছরে শুভনন্দন মুখ্যমন্ত্রীর
সূত্রের খবর, বুধবার আচমকা এই অভিযান চালান DRI এর অফিসারেরা। তল্লাশি চালিয়ে ১৮টি সোনার বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকার কাছাকাছি। তদন্তকারীদের অনুমান, সোনার চোরা কারবার চক্রের সঙ্গে এই ঘটনার যোগ রয়েছে