সরকার গ্যারান্টার হবে, কিন্তু ব্যাঙ্কগুলোকে এগিয়ে আসতে হবে। পাঁচ হাজার ছাত্রছাত্রীকে স্টুডেন্ট কার্ড (Student Credit Card) তুলে দিয়ে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে রাজ্যের পাঁচ হাজার ছাত্রছাত্রীদের হাতে এই পরিষেবা তুলে দিলেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, "এই ক্রেডিট কার্ড ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। গতবার নির্বাচনের আগে আমরা এই প্রতিশ্রুতি দেন তিনি। একটা ছিল লক্ষ্মীর ভাণ্ডার। আরেকটি ছিল কৃষকবন্ধুদের টাকা দেওয়া। পাঁচ থেকে ১০ হাজার করে। ২ হাজার থেকে শুরু করে ৪ হাজার করে। তিন নম্বর ছিল দুয়ারে রেশন (Duyare Ration)। চার নম্বর ছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এখানে সরকারই গ্যারান্টার। অনেক সময় ছাত্রছাত্রীরা ব্যাঙ্কে ঋণ চাইতে গেলে জুতোর সোল ক্ষয়ে যায়। তারা লোন পায় না। নিজেদের বাড়ি গ্যারান্টি রেখে খুব কষ্ট করে লোন জোগাড় করতে হয়। খুব কষ্ট করে ব্যাঙ্কের ঋণ জোগাড় করতে হয়।"
আরও পড়ুন: রাত দু'টোয় বিধানসভার অধিবেশন ডাকলেন রাজ্যপাল!
তিনি বলেন, "এই পরিষেবা দিতে ব্যাঙ্কের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই আমি ব্যাঙ্ককর্তাদের সঙ্গে কথা বলব। আপনারা মুখ্যসচিব সহ আধিকারিকদের সঙ্গে বিষয়গুলি নিয়ে আলোচনা করুন। মানুষের হাতে টাকা দিতে হবে। মানুষের হাতে টাকা না এলে উন্নয়ন হবে না। এক্ষেত্রে তো রাজ্য সরকার দায়বহন করছে।"
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ঋণ দেওয়ার জন্য নতুন তিনটি ব্যাঙ্ক রাজি হয়েছে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা ও কানাড়া ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে, যে তারা ছাত্রছাত্রীদের ঋণ দেবে।মোট ১০টি ব্যাঙ্ক থেকে ঋণ পাবেন ছাত্রছাত্রীরা।