রাজভবনে নিষিদ্ধ পুলিশ। নিষিদ্ধ করা হল রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। বৃহস্পতিবারের ঘটনার প্রেক্ষিতে কড়া নির্দেশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। এক বিবৃতিতে রাজভবন জানিয়েছে, এবার থেকে কোনও অনুষ্ঠানে চন্দ্রিমা থাকলে, সেখানে যাবেন না রাজ্যপাল। যদিও বৃহস্পতিবার রাতেই তৃণমূলের তরফের রাজ্যপালের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। আজ, শুক্রবার বিকেল চারটে নাগাদ পথে নামছে তৃণমূল মহিলা মোর্চা। মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সামনে আসে। প্রথমে রাজভবনে ওসি ও পরে হেয়ার স্ট্রিট থানায় গিয়ে শ্লীলতাহানির লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারিণী। তাঁর অভিযোগ, দু বার তাঁর সঙ্গে শ্লীলতাহানী করা হয়। অভিযোগের গুরুত্ব বুঝে রাতেই হেয়ার স্ট্রিট থানায় হাজির হন কলকাতা পুলিশের সাত পদস্থ কর্তা। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজ্যপাল। পাল্টা বিবৃতি তিনি জানান, বিকৃতি তথ্যকে সামনে আনা হচ্ছে। তিনি দমে যাচ্ছেন না। বরং বাংলার দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে তাঁর লড়াই চলবে।
এরপরেই আলাদা ভাবে বিবৃতি প্রকাশ করা হয় রাজভবনের তরফে। যেখানে বলা হয়েছে, ‘‘নির্বাচন রাজনীতির সঙ্গে থাকা ব্যক্তিদের খুশি করার জন্য এবং বেআইনি তদন্ত চালিয়ে নিয়ে যেতে ছদ্মবেশী পুলিশকে রাজভবন চত্বরে নিষিদ্ধ করছেন রাজ্যপাল।’’