হাতে খড়ি সরস্বতী পুজোর দিনেই হয়ে গিয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী-সহ হেভি ওয়েটের অতিথিরা। এবার খাতায়-কলমে বাংলা শেখা শুরু করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। রাজভবন সুত্রে খবর, সপ্তাহে প্রতিদিন এক ঘন্টা করে বাংলা শিখবেন তিনি। রাজ্যপালের জন্য শিক্ষক নিয়োগ করা হয়েছে বিকাশ ভবনের তরফে।
জানা গিয়েছে, শহরের নামকরা স্কুলের বাংলার এক শিক্ষক রোজ রাজভবনে যাবেন রাজ্যপালকে বাংলা পড়াতে। সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে তাঁর বাংলার পাঠ।
রাজ্যপাল হয়ে আসার পরেই তিনি জানিয়েছিলেন, তিনি বাংলা শিখবেন। বাংলা ভাষায় তিনি কথা বলবেন। এমনকি বইও লিখবেন। সেই ইচ্ছাকে রূপ দিতে সরস্বতী পুজোর দিন হাতে খড়ির আয়োজন করেছিলেন তিনি। এক শিশুর হাত ধরে হাতেখড়ি হয় রাজ্যপাল সি ভি আনন্দ বোসের।
আরও পড়ুন - 'রাজ্যপাল বিজেপি ক্যাডার' , মুখপত্রে সিভি আনন্দবোসের সমালোচনায় তৃণমূল