রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে উঠেছে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে । যা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি । ঘটনায় ইতিমধ্যেই SET গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ । তদন্তের স্বার্থে রাজভবনের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে । কিন্তু, পুলিশের অভিযোগ, এখনও পর্যন্ত কোনও ফুটেজ তাঁদের হাতে এসে পৌঁছয়নি । এই আবহে এবার বড় পদক্ষেপ নিলেন রাজ্যপাল । এবার তিনি সিসিটিভি ফুটেজ নিয়ে 'জনতার দরবারে'। অর্থাৎ, আমজনতা চাইলেই রাজভবনের ওই দিনের সিসিটিভি ফুটেজ দেখতে পারবেন । আজই ওই সিসিটিভি ফুটেজ সামনে আনা হবে ।
গোটা বিষয়টির একটি পোশাকি নামও দেওয়া হয়েছে রাজভবনের তরফে । নাম রাখা হয়েছে 'সচ কে সামনে' । রাজভবনের তরফে এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি জারি করা হয়েছে । সেখানে শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগের প্রসঙ্গ তুলে জানিয়ে দেওয়া হয়েছে ওই সিসিটিভি ফুটেজ দেখতে পারবেন আমজনতা । শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পুলিশ সিসিটিভি ফুটেজ দেখতে পারবেন না।
কীভাবে সিসিটিভি ফুটেজ দেখা যাবে ?
ওই বিবৃতিতে দুটি ই-মেল আইডি দেওয়া হয়েছে। সেগুলি হল, adcrajbhavankolkata@gmail.com এবং governor-wb@nic.in। । একটি ফোন নম্বরও দেওয়া হয়েছে তাতে। সিসিটিভি ফুটেজ দেখতে আগ্রহীদের এই দুই ই-মেল আইডি অথবা ফোন নম্বরে যোগাযোগ করতে হবে । বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ প্রথম একশোজনকে সিসিটিভি ফুটেজ দেখানো হবে।