নির্বাচন কমিশনের (Election Commission) কাছে পুনর্নির্বাচন (Re-Poll) চাইলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। রবিবার রাতে পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের প্রধান সৌরভ দাসকে (Saurav Das) তলব করেন তিনি। সূত্রের খবর, যে সব এলাকায় সন্ত্রাস হয়েছে, সেখানে পুনর্নির্বাচনের আবেদন করেছেন রাজ্যপাল। এদিকে সোমবারই রাজ্যের দুটি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। শ্রীরামপুরের ২৫ নম্বর ওয়ার্ড ও দক্ষিণ দমদমের ৩৩ নম্বর ওয়ার্ডে ফের মঙ্গলবার ভোট। কমিশনের এই সিদ্ধান্তকে 'হাস্যকর' বলে খোঁচা বিরোধীদের।
পুরসভা নির্বাচনে সন্ত্রাসের অভিযোগে সোমবার রাজ্যজুড়ে বনধের ডাক দিয়েছিল বিজেপি। সোমবার বিকেল সাড়ে ৩টের সময় রাজভবনে যান রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। নির্বাচনে সন্ত্রাস নিয়ে তাঁকে প্রশ্ন করেন রাজ্যপাল। এরপর মাত্র দুটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন। মঙ্গলবার শ্রীরামপুর ও দক্ষিণ দমদমের দুটি বুথে নির্বাচন হবে।
আরও পড়ুন: আলোচনা ছাড়াই কি বনধের ডাক? জানতেন না শুভেন্দু, দিলীপ? ধন্দ বিজেপিতে
সূত্রের খবর, কমিশনারের কাছে রাজ্যপাল জানতে চান, কেন একাধিক কেন্দ্রে বিরোধী প্রার্থীদের আক্রান্ত হতে হল! কেন এত ইভিএম ভাঙচুরের ছবি দেখা গেল! কেন সাধারণ মানুষ ভোট দিতে পারলেন না। পুরভোটে পুলিশের নিরপেক্ষতা নিয়েও কমিশনারের কাছে প্রশ্ন তোলেন রাজ্যপাল। জানা গিয়েছে, এছাড়া হাওড়ার পুরনিগমের নির্বাচন নিয়েও রাজ্য নির্বাচন কমিশনারকে প্রশ্ন করেন রাজ্যপাল।