বকেয়া DA-এর (Pending DA) দাবিতে ফের কর্মবিরতির ডাক আন্দোলনকারীদের। ২০ ও ২১ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক যৌথ মঞ্চের। বাজেটে ৩ শতাংশ DA-এর ঘোষণা করেছে রাজ্য। একরকই কর্মবিরতির ডাক দেন আন্দোলনকারী সরকারি কর্মীরা।
বকেয়া DA-এর দাবিতে গত ১৩ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতির ডাক দেয় যৌথমঞ্চ। বাজেটে ৩ শতাংশ DA বৃদ্ধির ঘোষণার পরই আন্দোলনকারী জানান, তাঁরা খুশি নন। বৃহস্পতিবার DA আন্দোলনকারীদের অনশনের মঞ্চে অসুস্থ হয়ে পড়েন একজন। ভাস্কর ঘোষ নামে সেই অনশনকারীদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: ডিএ নিয়ে রাজ্যে ক্রমেই বাড়ছে ক্ষোভ, শিলিগুড়িতে তৃণমূল ছাড়লেন ১৪ শিক্ষক