নবান্নে হঠাৎ হনুমান। ১৩ তলার বারান্দা দিয়ে হঠাৎ ভিতরে ঢুকে পড়ে হনুমানটি। ভিডিয়োতে দেখা যায়, নবান্নের বারান্দা দিয়ে লাফাতে দেখা যায় হনুমানকে। নিরাপত্তারক্ষীদের ওয়াকি-টকি নিয়ে তার পিছু নিতেও দেখা যায়।
১৩ তলার রেলিং ঘেরা বারান্দায় গিয়ে বসে পড়ে হনুমানটি। তাড়া খেলেও কোনও হাবেভাবে পরিবর্তন হয় না। রেলিং ধরে বেশ কয়েকবার এদিক-ওদিক তাকাতে দেখা যায়। ভিড় জমে যায় বারান্দায়। সরকারি কর্মচারীরা ফোনে ছবি ভিডিয়োও তোলেন।
আরও পড়ুন: উত্তরে জারি লাল সতর্কতা, দক্ষিণেও ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে কমবে দুর্যোগ
নবান্নের ১৪ তলায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ের ব্যাথার জন্য নবান্নে আসতে পারছেন না মুখ্যমন্ত্রী। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শে তাঁকে বাড়িতেই থাকতে হচ্ছে। কালীঘাটের বাড়ি থেকেই প্রশাসনিক কাজকর্ম সামলাচ্ছেন মুখ্যমন্ত্রী।