বাড়িতে বসেই কাজ করেন? ওয়ার্ক ফ্রম হোম? কিন্তু মাঝেমধ্যেই ইন্টারনেট ঝামেলা করে? তাছাড়া সারাদিন বাড়িতে বসে থাকতে ভালোও লাগে না? আর সমস্যা নেই৷ যাঁরা ওয়ার্ক ফ্রম হোম করেন, তাঁদের জন্য হিডকো (HIDCO) তৈরি করেছে 'হ্যাপি ওয়ার্ক'- ওয়ার্কিং পড। এমন একটি চত্ত্বর, যেখানে বসে আপনি কাজ করতে পারবেন ঘণ্টার পর ঘণ্টা। থাকবে চেয়ার, টেবিল, ডেস্ক, হাই স্পিড ইন্টারনেট। খরচ? নামমাত্র।
মোট কুড়িজন একসঙ্গে বসে কাজ করতে পারবেন। সোম থেকে শুক্র- সকাল ১০টা থেকে সন্ধে ৮টা পর্যন্ত খোলা থাকবে। প্রথম দেড় ঘণ্টা বসার জন্য খরচ পড়বে ৩০ টাকা। তারপর প্রতি ঘণ্টা ২০ টাকা করে। কেউ চাইলে শনি রবি বাদে মাসের প্রতিদিনই এখান থেকে কাজ করতে পারেন। সেক্ষেত্রে খরচ ৩৯৯৯ টাকা+ জিএসটি।
Abhishek Banerjee : ২০২০ সালেই সব সম্পত্তির তথ্য ইডির কাছে, নতুন করে কী দেবে ? প্রশ্ন অভিষেকের
ইকো পার্কের 4 নম্বর গেটের কাছে, নজরুল তীর্থের উল্টোদিকে এই 'হ্যাপি ওয়ার্ক'। কলকাতার প্রেক্ষিতে অভিনব উদ্যোগ, সন্দেহ নেই৷ করোনা অতিমারীর পরে অনেকেই ওয়ার্ক ফ্রম হোম করেন। কেউ কেউ বাড়িতে কাজ করতে করতে বোর হয়ে চলে যান কোনও কাফেতে। তাঁদের অনেকেরই মন কাড়তে পারে হিডকোর এই ব্যবস্থা।