বর্ষার শেষ বেলায় দাপট বাড়ছে বৃষ্টির। সপ্তাহের শুরু থেকেই লাগাতার বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ। হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহান্তেও প্রবল দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সঙ্গে বাজ পড়বে ঘন ঘন, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া এমনটাই পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দাপট বেশি থাকবে।
শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে দফায় দফায়। বেলা বাড়লে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা। কলকাতার আবহাওয়া আজ তুলনামূলক মনোরম। এদিকে ভাদ্র মাস পড়ে গেছে। অর্থাৎ খাতায় কলমে শরৎ কাল, কিন্তু আকাশে শরতের ছিটেফোঁটাও আভাস নেই। বরং কলকাতার আকাশে এখনও বর্ষার মেঘ।
এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৯২%। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জারি হলুদ সতর্কতা।
দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎসজীবীদের সমুদ্রে যাওয়াটাও নিষেধাজ্ঞা রয়েছে।