অশনির(Cyclone Asani) জেরে সকাল থেকে বৃষ্টি শহর কলকাতায়। আর তার জেরে ফের একবার জলযন্ত্রণায় শহরবাসী। সোমবার সকালের বৃষ্টিতে কলকাতার বেশ কিছু জায়গায় জল জমেছে। কলকাতা পুরসভা(Kolkata Corporation) সূত্রে খবর, সকাল সাড়ে ১০টা পর্যন্ত বৃষ্টি হয়েছে মানিকতলায় ১৭ মিলিমিটার, দত্তবাগানে ৩৩ মিলিমিটার, বালিগঞ্জে ৫৭ মিলিমিটার, সাদার্ন অ্যাভিনিউয়ে ৫৩ মিলিমিটার ও মোমিনপুরে ৫৫ মিলিমিটার।
তবে সবচেয়ে খারাপ অবস্থা বেহালার(Behala)। সেখানকার ১২৯, ১৩১ এবং ১৩২ নং ওয়ার্ডে জল জমেছে। বাসিন্দাদের অভিযোগ, নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় অল্প বৃষ্টিতেও(Rainfall in Kolkata) জল জমে যায় এলাকায়। রাস্তা দিয়ে গাড়ি গেলে সেই জল উপচে বাড়িতে ঢোকায় পরিস্থিতি আরও দূর্বিষহ হয়ে উঠেছে। তবে পুরসভার(KMC) তরফে জানানো হয়েছে, এখন ভাটা। তাই সন্ধে ৬টা পর্যন্ত লকগেট খোলা থাকবে।
আরও পড়ুন- Cyclone Asani Update : অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অশনি', সুন্দরবনে বৃষ্টি শুরু
পরিস্থিতির কথা মাথায় রেখে আগে থেকেই তৈরি ছিল কলকাতা কর্পোরেশন(KMC)। দক্ষিণবঙ্গ-সহ কলকাতায় ভারী বৃষ্টিপাতের ফলে কলকাতায়(Rainfall in Kolkata) যাতে জল জমতে না পারে, সে ক্ষেত্রে কলকাতা পুরসভা আগাম প্রস্তুত ছিল। বৃষ্টির পর যাতে শহরে জল বেশিক্ষণ না জমে, তার জন্য কলকাতা পুরসভা(KMC) প্রস্তুতি শুরু করে দিয়েছে। এখন কত দ্রুত শহরের জমা জল বের হয়ে যায়, সেটাই দেখার।