রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সিভিক ভলান্টিয়াররা কী করেন! তাঁদের ভূমিকাই বা কী! প্রশ্ন হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার। মঙ্গলবার একটি মামলায় সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা রাজ্যের কাছে জানতে চায় হাই কোর্ট।
এই নিয়ে বিচারপতি একটি গাইডলাইন তৈরিও নির্দেশ দিয়েছেন। গাইডলাইন তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য পুলিশের আইজি-কে। ২৯ মার্চ হাই কোর্টে বিস্তারিত গাইডলাইন জমা দিতে হবে।
সম্প্রতি এক যুবককে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে সরশুনা থানার দুই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ওই যুবকের পরিবারের আইনজীবী সব্যসাচী চক্রবর্তী জানান, এর আগে হাওড়ার যুব নেতা আনিস খানের বাড়িতেও গভীর রাতে দুই সিভিক ভলান্টিয়ার হামলা চালান। পরে আমতা থানার পুলিশও তা স্বীকার করে। আদালতে এদিন বিষয়টি ওঠার পরই বিচারপতি রাজাশেখর মান্থা সিভিক ভলান্টিয়ারদের নামে বিস্তারিত গাইডলাইন তৈরির নির্দেশ দেন।