প্রায় ৫৯ হাজার প্রার্থীর মেধাতালিকা প্রকাশ হবে আগামী ৩০ নভেম্বর। আদালতকে একথা জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৪ সালের শেষে টেট পরীক্ষা হয়েছিল। ২০১৬ ও ২০২২ সালে ধাপে ধাপে নিয়োগ করেছিল শিক্ষা দফতর। নিয়োগ হওয়া সেই শিক্ষকদের মেধাতালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে আদালত। পর্ষদকে নিয়োগের প্যানেল প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে ১৮৭ জন চাকরিপ্রার্থীর নিয়োগ করবে স্কুল শিক্ষা দফতর। হাই কোর্টের নির্দেশের পর প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ শুরু করেছিল। গত সোমবার তাঁদের সব নথি যাচাই করা হয়। ২০১৪ সালে শেষবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছিল। সেখানে ৬টি প্রশ্নে ভুল ছিল বলে অভিযোগ তোলেন চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুন: লালু-সুখরামকে ছাপিয়ে গিয়েছে পার্থ-কাণ্ড, সৌগতর অভিযোগে ফের অস্বস্তি তৃণমূল
২০১৪ সালে টেটে আবেদন করেন ২৩ লক্ষ পরীক্ষার্থী। যাঁরা পাশ করেন, তাঁদের মধ্যে ৫৯ হাজারকে নিয়োগ করা হয়েছিল। সেই নিয়োগে দুর্নীতি ছিল বলে অভিযোগ ওঠে।