উত্তর ২৪ পরগনার হাসনাবাদে (Hasnabad News) এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ (Gang Rape Allegation)। ওই বধূর চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা ধরে ফেলেন ওই দুষ্কৃতীকে। এরপর গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের। ধৃতেরা নিগৃহীতার গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনায় দুই অভিযুক্তের নাম আমজাদ মোল্লা ও সাজ্জাক মোল্লা। একজনের বয়স ৩১ ও অন্যজনের ২৬। হাসনাবাদ থানার খরমপুর খাড়া পাড়ার বাসিন্দা তারা। ধৃতদের শুক্রবার বসিরহাট মহকুমা জেলা হাসপাতালে তোলা হয়। বসিরহাট জেলা হাসপাতালে নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করানো হয়। তাঁর গোপন জবানবন্দি নেবেন ম্যাজিস্ট্রেট।
আরও পড়ুন: নিম্নচাপের চোখরাঙানি, বিশ্বকর্মা পুজোতেও ভাসবে বাংলা
বসিরহাট পুলিশ জেলার SP জোবি থমাস বলেন, "কাল রাতে ঘটনাটি ঘটেছে। আমরা অভিযোগ পেয়েছি। দুজনকেই গ্রেফতার করা হয়েছে। শুক্রবার আদালত দুজনকেই ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।"