রাজ্যে ক্রমবর্ধমান করোনা(Coronavirus) পরিস্থিতির মধ্যেই সংক্রমণ নিয়ন্ত্রণে নামল কলকাতা পুরসভা(KMC)। কলকাতায়(Kolkata) ২৫টি মাইক্রো কনটেনমেন্ট জোন(Micro Containment Zone) ঘোষণা করা হয়েছে। সোমবার সাংবাদিক বৈঠক থেকে একথা জানান কলকাতার মেয়র(Mayor) ফিরহাদ হাকিম(Firhad Hakim)।
ফিরহাদ জানান, কোনও আবাসনে ৪ থেকে ৫ জন আক্রান্ত হলেই সেখানে মাইক্রো কনটেনমেন্ট জোন(Micro Containment Zone) ঘোষণা করা হবে। কনটেইনমেন্ট জোন ছাড়াও বাজার, জনবহুল রাস্তায় করা হবে স্যানিটাইজেশন।
ফিরহাদ আরও জানান, ১০-১৫ জানুয়ারির মধ্যেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
আরও পড়ুন- Municipal Election: করোনা আবহে ২২ তারিখেই পুরভোট, নিষিদ্ধ রোড-শো, মিছিল
তবে রাজ্যে আংশিক লকডাউনের ঘোষণার পরেও কোভিডবিধি(Covid Restriction) পালনে সাধারণ মানুষের মধ্যে দেখা গেল চূড়ান্ত অবহেলা।