উচ্চমাধ্যমিকে অকৃতকার্য। তাই নিয়ে সল্টলেকে ইন্দিরা ভবনের সামনে সোমবার বিক্ষোভ একদল উচ্চমাধ্যমিক পড়ুয়ার। রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন পড়ুয়ারা। তাঁদের দাবি, উচ্চমাধ্যমিক সংসদ ন্যায্য নম্বর না দিলে বিক্ষোভ চালিয়ে যাবেন তাঁরা।
এদিন সকালে বিভিন্ন জেলা থেকে সল্টলেক আসেন পড়ুয়ারা। ইন্দিরা ভবনের সামনে রাস্তা আটকে বিক্ষোভ করেন। তাঁদের হাতে ছিল একটি ব্যানার। স্কুলের পোশাক পরেই বিক্ষোভে সামিল হন তাঁরা। পুলিশ এসে মাইকিং করে তাঁদের সরতে অনুরোধ করেন। কিন্তু তাঁদের অভিযোগ, ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও অকৃতকার্য করা হয়েছে। অভিযোগ, একটি দুটি বিষয়ে ভাল পরীক্ষার পরও কম নম্বর দিয়ে অকৃতকার্য করিয়ে দেওয়া হয়েছে তাঁদের। সেই নম্বর না দিলে অবরোধ চলবে।
আরও পড়ুন: অশান্তির ঘটনায় গ্রেফতার ২০০ জনেরও বেশি, হাওড়ায় এখনই উঠছে না ১৪৪ ধারা
অন্যদিকে, উচ্চমাধ্যমিকে অকৃতকার্য ছাত্রছাত্রীদের বিক্ষোভে সোমবার সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে যশোর রোড। বনগাঁর কুমোদিনী গার্লস হাইস্কুলের ছাত্রীরা অবরোধ দেখাতে শুরু করেন। পাশ না করালে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন ছাত্রীরা।