অবশেষে সামনে এল উচ্চমাধমিকের রেজাল্টের তারিখ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে যে আগামী ৮ মে বুধবার ঘোষিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল। তবে, সকালে নয়।
সংসদের তরফে জানানো হয়েছে, ফল ঘোষণা করা হবে দুপুর ১ টায়। আর দুপুর ৩টে থেকে অনলাইনে নিজেদের ফল দেখতে পাবে পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীরা মার্কশিট হাতে পাবে শুক্রবার। যদিও সময় এখনও কিছু জানানো হয়নি।
আরও পড়ুন - দক্ষিণবঙ্গের পারদ ছুঁতে পারে প্রায় ৫০ ডিগ্রি, উত্তরবঙ্গেও জারি হলুদ সতর্কতা
গত কয়েকদিন ধরে জল্পনা তৈরি হয়েছিল, এবার মাধ্যমিক পরীক্ষার আগে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। আগামী ২ মে মাধ্যমিকের ফল প্রকাশ হবে, আর তার ঠিক ছয় দিনের মাথায় প্রকাশিত হবে উচ্চ-মাধ্যমিকের ফল।