উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর। প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না থাকলে রিভিউ এবং স্কুটিনি করার ফল মিলবে মাত্র ৭ দিনেই। কারণ এবার থেকে তৎকাল রিভিউ পরিষেবা চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি হতে যাতে কোনও সমস্যা না নয় তা নিশ্চিত করতেই এই পরিষেবা।
সংসদের তরফে জানানো হয়েছে, সাধারণ রিভিউয়ের ক্ষেত্রে ১৫০ টাকা জমা করতে হয়। আর স্কুটিনির ক্ষেত্রে জমা করতে হয় ২০০ টাকা। এক্ষেত্রে ফল পেতে সময় লাগে ৪৫ দিন।
আরও পড়ুন - কবে থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা? সুখবর শোনলো আবহাওয়া দফতর
কিন্তু মাত্র সাত দিনে ফল পেতে গেলে খরচ করতে হবে ৪ গুণ বেশি টাকা। ফলে রিভিউ করার ক্ষেত্রে ৭ দিনে ফল পেতে ৬০০ টাকা ফি জমা করতে হবে। আর স্ক্রুটিনির ক্ষেত্রে ৭ দিনে ফল পেতে ৮০০ টাকা ফি জমা দিতে হবে।