আগামী বছর রামকৃষ্ণ মিশনের (Ramakrishna Mission) ১২৫তম বর্ষপূর্তি। ওই অনুষ্ঠানে যোগ দিতে বেলুড় মঠে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
এই অনুষ্ঠানে থাকার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হবে বলে বেলুড় মঠ সূত্রে খবর। বেলুড় মঠ সূত্রে জানা গিয়েছে, রামকৃষ্ণ মিশনের ১২৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান হবে
২০২২ সালের ১ মে থেকে ২০২৩ সালের ১ মে পর্যন্ত। এক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই বিশাল কর্মসূচিতে সহযোগিতা করবে কেন্দ্রীয়
সরকার। এ ছাড়া সারা দেশ এবং বিশ্ব জুড়ে মিশনের যে অসংখ্য ভক্ত রয়েছেন তাঁরাও পাশে থাকবেন।
আরও পড়ুন : Belur: সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে ভক্তদের জন্য খুলল বেলুড় মঠ
বেলুড় মঠ সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী স্বয়ং এই অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। এই অনুষ্ঠানকে স্মরণীয় করতে রামকৃষ্ণ মিশনের সঙ্গে যৌথ ভাবে
দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠান করতে তিনি আগ্রহ প্রকাশ করেছেন বলেও মঠ সূত্রে জানা গিয়েছে। এ ব্যাপারে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষও সম্মতি দিয়েছেন। বেলুড় মঠ সূত্রে
আরও জানা গিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানটি বেলুড় মঠে হবে। তাতে আমন্ত্রণ জানানো হবে মোদীকে।