এক টিকিটেই ঘোরা যাবে শহরের সব কটি পর্যটনকেন্দ্র। চালু হতে চলেছে ইনটিগ্রেটেড টুরিস্ট পাস (Integrated Tourist Pass)। ফলে, ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial), আলিপুর চিড়িয়াখানা (Alipore Zoo), ভারতীয় জাদুঘর (Indian Museum), সায়েন্স সিটির (Science City) মতো দর্শনীয় জায়গাগুলিতে গিয়ে আর লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে না পর্যটকদের। রাজ্যের পরিবহন দফতর তরফে জানানো হয়েছে, শীঘ্রই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে চালু হবে এই ইনটিগ্রেটেড টুরিস্ট পাস।
শীত পড়লেই ভিড়ে জমে ওঠে তিলত্তমার পর্যটনকেন্দ্রগুলি। বছরের শেষ কয়েকটা দিন ভিড়ে থিকথিক করে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আলিপুর চিড়িয়াখানা, ভারতীয় জাদুঘর, সায়েন্স সিটি, নিকো পার্ক (Nicco Park)। এখন সেই তালিকায় নাম লিখিয়েছে ইকো পার্কও। এগুলি ছাড়াও শহরের মোট ৩০টি পর্যটন কেন্দ্র প্রবেশের জন্য ব্যবহার করা যাবে এই পাস।
আরও পড়ুন- চালু হবে জোকা-তারাতলা মেট্রো সার্ভিস, কত হবে এই রুটে মেট্রোর ভাড়া
এই পাস কাটতে হবে অনলাইনে অ্যাপের মাধ্যমে। ফোনেই থাকবে এই পাস গেটে গিয়ে ফোন দেখালেই মিলবে প্রবেশের অনুমতি। তবে, এই পাস কাটার জন্য কত টাকা লাগবে সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।