প্রকাশিত হল ২০২৪ আন্তর্জাতিক কলকাতা বইমেলার (International Kolkata Book Fair) দিনক্ষণ। আগামী বছর বেশ খানিকটা এগিয়ে নিয়ে আসা হয়েছে বইমেলার (Book Fair) তারিখ। আগামী বছর বইমেলা শুরু হবে ১৮ জানুয়ারি।
সাধারণত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে শুরু হয় বইমেলা। কিন্তু পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ২০২৪-এর কলকাতা বই মেলার উদ্বোধন হবে আগামী ১৮ জানুয়ারি। মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
আরও পড়ুন - মাউন্টব্যাটনের 'লাকি' দিন, তাই ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবস?
কিন্তু কেন এগিয়ে নিয়ে আসা হচ্ছে বইমেলা?
লোকসভার নির্বাচনের কারণে আগামী বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সময়ের কিছুটা আগে। সেই কারণেই বইমেলার তারিখে বদল আনা হয়েছে।