আগামী দিনে এটাই বাংলায় লগ্নি প্রস্তাব। বিশ্ববঙ্গের বাণিজ্য মঞ্চের শেষ দিনে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এই লগ্নি প্রস্তাব শুধু মাত্র বৃহস্পতিবার পর্যন্ত। এরমধ্যে মুকেশ আম্বানি বাংলায় বিনিয়োগ করবেন এক লক্ষ কোটি টাকা। এরসঙ্গে সই হয়েছে ২১২টি মউ।
এবারের বাণিজ্য সম্মেলনের শুরুতেই কী ভাবে আলোচনা হবে, তা স্থির করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বাংলায় এমএসএমই সেক্টরে ১ কোটি ৩০ লক্ষ মানুষ কর্মরত। এই সংখ্যা উত্তরোত্তর বাড়ছে।
নির্ঘণ্ট মেনে নির্বাচন হলে আগামী বছর এপ্রিল-মে মাসে রাজ্যে বিধানসভা ভোট। অর্থাৎ, তার আগে একটি বাণিজ্য সম্মেলন হতে পারে। তেমন হলে সেই সম্মেলনে বিনিয়োগ প্রস্তাবের উপর ভিত্তি করে বিধানসভা ভোটে যাওয়ার অবকাশ থাকবে মমতার কাছে।