অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে নওশাদের গাড়িটি(MLA Naushad Siddique Car Accident)। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে হাওড়ার সাঁতরাগাছি ব্রিজের(Santaragachi Road Accident) কাছে। গাড়ির সামনে বসে থাকলেও অল্পের জন্য রক্ষা পান ভাঙড়ের বিধায়ক(ISF MLA Naushad Siddique)। বর্তমানে তিনি সুস্থ আছেন বলেই খবর। একটি কেক সংস্থার গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় নওশাদের গাড়ির। সংঘর্ষের জেরে দুমড়ে-মুচড়ে যায় গাড়ির বনেট। তবে ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন নওশাদ সিদ্দিকী।
আরও পড়ুন- Air India : যতকাণ্ড এয়ার ইন্ডিয়ায়, এবার মাঝ আকাশে মারামারির অভিযোগ, দিল্লিতে গ্রেফতার অভিযুক্ত