রাজকোট থেকে রাঁচি রওনা দেবে ভারতীয় দল। কিন্তু দলের সঙ্গে রাঁচি যাচ্ছেন না যশপ্রীত বুমরা। প্রথম তিন টেস্টে টানা বল করেছেন। পঞ্চম টেস্টেও বুমরার খেলা নিয়ে ধোঁয়াশা আছে। তবে এই নিয়ে কোনও ঘোষণা করেনি বিসিসিআই।
একটি ক্রিকেট ওয়েবসাইট জানিয়েছে, রাঁচিতে চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাকে। প্রথম তিন টেস্টে প্রায় ৮১ ওভার বল করেছেন বল করেছেন বুমরা। রাঁচিতে জিতে ভারত যদি সিরিজ জিতে যায়, তা হলে ধর্মশালাতেও হয়তো না খেলানো হতে পারে বুমরাকে। চতুর্থ টেস্ট ড্র করলে, পঞ্চম টেস্টে ফেরানো হতে পারে বুমরাকে।
আরও পড়ুন: চতুর্থ দিন দলের সঙ্গে যোগ, অশ্বিনের ভূয়সী প্রশংসায় রোহিত শর্মা
ক্রিকেট ওয়েবসাইটটি জানিয়েছে, সোমবারই রাজকোট থেকে আহমেদাবাদে নিজের বাড়িতে ফিরবেন বুমরা। এদিকে রাঁচিতে উড়ে যাবে গোটা দল।