প্রতি বছর শীতেই কলকাতায় ম্যারাথন দৌড়ের আয়োজন করে টাটা স্টিল। এ বছর ম্যারাথনের মুখ দুই বঙ্গ তনয়া, ঝুলন গোস্বামী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ২৫ কিলোমিটার দৌড়।
ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং বাংলার জনপ্রিয় অভিনেত্রীকে একসঙ্গে প্রচারদূত করা হয়েছে। প্রতি ম্যাচে কয়েক কিলোমিটার দৌড়ে অব্যস্ত ঝুলন বলেছেন, সুস্থ থাকার সব থেকে সহজ পদ্ধতি।
Mohammed Al Owais: বিশ্বকাপে আরব্য রজনী! মেসিদের রুখে নায়ক সৌদি আরবের গোলরক্ষক মহম্মদ আলওয়াসি
২৫ কিলোমিটার ছাড়াও বিভিন্ন দূরত্বের দৌড়ের আয়োজন করা হয়েছে নানা বয়সের অংশগ্রহণকারীদের মাথায় রেখে। ১০ কিলোমিটার চ্যালেঞ্জার দৌড়, ৪.৫ কিলোমিটারের আনন্দ দৌড়, প্রবীণ নাগরিকদের জন্য ২.৩ কিলোমিটার দৌড় এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্যও ২.৩ কিলোমিটার দূরত্বের প্রতিযোগিতা হবে।
মঙ্গলবার এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণামঞ্চে উপস্থিত ছিলেন ঝুলন এবং শুভশ্রী দুজনেই।