মধ্যরাতেই কলকাতায় আনা হল জিতেন্দ্র তিওয়ারিতে। শনিবার নয়ডা থেকে জিতেন্দ্রকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। দমদম বিমানবন্দরে নামার পর তাঁকে পুর হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। এরপরই আসানসোলের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। রবিবার আসানসোল আদালতে পেশ করা হবে তাঁকে।
দমদম বিমানবন্দরে নামার পর জিতেন্দ্র তিওয়ারি জানান, তিনি কোনও ক্রাইম করেননি। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় কিছুটা ধস্তাধস্তিও হয়। জিতেন্দ্র তিওয়ারিকে সংবাদমাধ্যমে যাতে কথা বলতে না পারেন, তার জন্য সক্রিয় ছিল পুলিশ।
উল্লেখ্য, আসানসোলে কম্বল বিতরণ ঘিরে এক কর্মসূচিতে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়। অভিযুক্ত ৮ জনের নামে অভিযোগ দায়ের হয়। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি। সেই মামলাতেই জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার রাজ্য পুলিশের।