বেহালাবাসীদের জন্য সুখবর! দীর্ঘ প্রায় দেড় দশকের প্রতীক্ষার অবসান হতে চলেছে এবার সত্যিই! রেলের সবুজসঙ্কেত চলে এসেছে। আগামী তিন মাসের মধ্যেই শুরু হয়ে যাবে জোকা-তারাতলা মেট্রো পরিষেবা। এই রুটে মেট্রো চলাচলের জন্য অনুমতি দিয়ে দিলেন রেলওয়ে সেফটি কমিশনার। পার্পল লাইন মেট্রো বা কলকাতা মেট্রো লাইন থ্রি-র মোট যাত্রাপথের দৈর্ঘ্য ১৫ কিলোমিটারের একটু বেশি। সেই রুটেরই অন্তর্গত জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো। জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো যাত্রাপথের দৈর্ঘ্য প্রায় ৭ কিলোমিটার। দক্ষিণে জোকা ডায়মন্ড পার্ক থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যে লাইনের মেট্রোর বিস্তৃতি।
জানা গিয়েছে, আপাতত ওই লাইনে একটি করেই ট্রেন চলবে। একটি ট্রেন প্রান্তিক স্টেশন থেকে ছেড়ে অন্য প্রান্তে পৌঁছনোর পরে আবার সেই ট্রেন উল্টোমুখে ফিরে আসবে। মোট ছ'টি স্টেশন রয়েছে সংশ্লিষ্ট রুটে। সেই স্টেশনগুলি হল- জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা।
সব প্রস্তুতিই শেষ। ২ মাস আগের ট্রায়াল রানের পর রেলের ছাড়পত্রও চলে এসেছে। এখন শুধু শুরু হওয়ার অপেক্ষা।