কথা ছিল চলতি বছরেই জোকা-তারাতলা এবং নিউ গড়িয়া-রুবি রুটে যাত্রীদের নিয়ে ছুটবে মেট্রো। দীপাবলির আগেই এই মেট্রো রুট শুরু হওয়ার কথা ছিল। সেই মতো ট্রায়ালও হয়। কিন্তু মেট্রো চালানো সম্ভব হয়নি। ইতিমধ্যেই কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএসের ছাড়পত্রের জন্য আবেদন করা হয়েছে।
দুই লাইনেই এই মুহূর্তে চলছে ট্রায়াল রান। সিগন্যাল পরীক্ষার যেহেতু ব্যাপার নেই তাই ছাড়পত্র মিলতে খুব বেশি সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে ওয়ান রুট, ওয়ান মেট্রো পদ্ধতিতে ছুটবে জোকা-তারাতলা এবং গড়িয়া-রুবি লাইনের মেট্রো।
জোকা-তারাতলা রুটের সাড়ে ৬ কিলোমিটার রুটে রয়েছে মোট ৬টি স্টেশন- জোকা, ঠাকুরপুকুর, শখের বাজার, বেহালা, চৌরাস্তা, বেহালা বাজার এবং সর্বশেষ তারাতলা। অন্যদিকে রুবি গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫ কিলোমিটারের যাত্রা পথে থাকছে মোট ৫টি স্টেশন। যেগুলি হল- কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায়। আপাতত একটি মেট্রোই এই দুই রুটে দিনভর চলবে, পরে যাত্রী বাড়লে রেলের সংখ্যাও বাড়ানো হবে বলে জানানো হয়েছে। এখন কেবল অপেক্ষা সিআরএসের ছাড়পত্রের। ছাড়পত্র মিললেই এই দুই রুটে শুরু হবে মেট্রো চলাচল।